@imRudro

রুদ্র

Ask @imRudro

Sort by:

LatestTop

আংকেল আন্টি কোনোটাই না। হয়তো কিছুটা জুনিয়র হতে পারি। আবার তাও না। কজ আমি তো আর জানিনা আপনি কিসে আছেন বা এজ কত। আমাকে গেস করা তেমন কঠিন না। মাথা খাটাইলেই পারতেন। যাই হোক ব্রেইনে চাপ দেয়ার দরকার নাই। ঊড়াধুরা কথা বলতে ভাল্লাগে তাই আসি। আপনার নামটা অনেক সুন্দর। 'রুদ্র'! যাই হোক আমি অনার্স প্রথম বর্ষে

জেনে ভালো লাগলো। বড় ছোট আলোচনায় আমি আর যাচ্ছি না। শুভকামনা রইলো আপনার জন্যে :)

What's the best thing that happened to you today?

বৃষ্টির জন্যে প্রার্থনা করছিলাম আজ সকালে একটা সময়, আর প্রার্থনা করার কিছুসময় পরই বৃষ্টি হয়েছে অল্প সময়ের জন্যে....
Liked by: রাসিন

How long does it take to really 'know' someone?

কিছু মানুষের জন্যে একটা জীবনের পুরোটা সময়ও কম পড়ে যায়, আর হাতেগোনা কিছু মানুষের জন্যে একটা "হ্যালো" বলাও যথেষ্ট হয়ে যায়।
Liked by: রাসিন

Related users

Achen kiram :O ¿

মইরা গেলে তো ৪০'শার দাওয়াত দিয়াই দিতাম। দেই নাই যখন তাইলে মনে হয় বাইচ্যাই আছি অখনো
Liked by: রাসিন

তেরো দিন আগে উত্তর দিছেন। সবাই এত কোয়েসশান করে ক্যান ? আমার খুঁজতে সমস্যা হয়। :( আপনার আইডি বুকমারক্স করে রাখছি। মনে পড়লে ঢুঁ মারি। আচ্ছা আপনার কি কাও কে গেস হয় না কে হতে পারে? ওকে ক্লুজ দেই, আমি আপনার ফ্রেন্ড/ ফলোয়ার কোনোটাই না। এবার বলেন দেখি ..... ও আচ্ছা আরেকটা কথা, একটু মাঝে মাঝে চেক করে

আঙ্কেল/আন্টি (কোনটা কমু বুঝতে পারতেছি না তাউ দুইটাই কইলাম) গেস করা গেম খেলার দিন অনেক আগেই শেষ হইয়্যা গেছে। অখন রিয়ালিস্টিক যুগ ঐসব গেমের দাম নাই -_-

How often do you use your brain?

করিই না বলতে গেলে। মাঝে মাঝে এই রকম গুরুত্বপূর্ণ জটিল প্রশ্ন দেখলে একটু আধটু ব্যবহার যা হয় আর কি :3

ভাই ভালা আছুইন?

কোন দিক বিবেচনা করে উত্তর দিবো এইটা প্রশ্নকর্তা বর্ণনায় দেয় নাই।
যাই হোক কয়েকটা দিক থেকে বললাম। বাকি গুলি পরে জিজ্ঞাস করে নিয়েন।
আর্থিক ভাবে কেমন আছি তা বলিয়া লজ্জা দিতে চাই না। সামাজিক ভাবে জড় বস্তুর আকার সবাইরে বলতে ইচ্ছা করে না। প্রাকৃতিক ভাবে যেই গরম পড়ছে তাতে ভালা থাকাই দায়। আর ভার্চুয়ালে আমি পুরাই বিন্দাস, ঐটা আর আলাদা করে কি বলমু :3

এমনে তালাক দেয় ? এইভাবে দেয় দেখেন , এক তালাক দুই তালাক তিন তালাক । টুম্ব

এত্ত স্টেপ দেখে কেঠায়। ডাইরেক্ট ৩ তালাক, টুশ...... 3:)

রুদ্র ভাইয়াকে কি ক্ষুদ্র প্রশ্ন করবো নাকি সমুদ্র সাইজের ?

niloy_gazi’s Profile PhotoNiloy Gazi ™(✔)
সমুদ্র ভয় পাই :'( সাতার জানি না। তাই হাটু পানি মার্কা কুশচেনের প্রশ্ন করিয়া বাধিত করিবেন :p

এতোক্ষণ ধইরা যে এতোকুলান প্রশ্ন করলাম ? চিনসেন আমারে ? 3:)

চিন্না করি করতাম? কাম কি কন দেহি?

খাইপেন ? মাইর ?

পকেটে করি লই আসছেন নাকি প্যাকেটে করি। এইটার উপর ডিপেন্ড করপে ;)

ভাই ডর লাগতাছে..... আমি যাইগে...! ;-) কুনে মাতা কুনে ঠ্যাং.... :/

RazibulHasan’s Profile PhotoR4ZIBGUND4
আরে ধুর! কই যান। মাত্রই তো আসলেন :p

আই ন বুঝিদ্দে বদ্দা , কিল্লাই মানুশ এতো এতো টাইম নষ্ট করের দে এন্ডে । :(

টাইম তো বস্তা বস্তা সবই লই আসছে তাই আজাইরা নষ্ট করতে সমস্যা কই। শেষ হইলে তো সব্বাই ফুট্টুস :v

4Days ago! এইবার একটু তাড়াতাড়ি উত্তর দেখা হয়ে গেলো। মুহাহাহা 3:) এইবার আর আইডি সামনে পড়াতে আসি নাই। এইবার খঁজে খুঁজেই আসছি দেখতে যে বান্দা উত্তর দিছে কিনা। :p

বান্দা পুরাই কনফিউজড! এইবর কিন্তু ১৮ দিন পরে উত্তর দিছি ;)

What's something every teen should know?

Life is not a game nor a movie. There's no reset button to start over...

রুদ্র ভাল আছেন ? :) বলেন তো আমি কে :D

আলহামদুলিল্লাহ।
নানা-নানী, দাদা-দাদী গোছের কেউ হইতে পারেন। বাকি সবাইরেই মোটামুটি তো চিনি :3

হঠাত হঠাত তোমার আইডি সামনে পড়ে আর মনে পড়ে আগেরবারের প্রশ্ন করেছিলাম, উত্তর দেখে যাই। লাস্ট প্রশ্ন দেখলাম আমারি। এমনে কানামাছি খেলা খারাপ লাগেনা, ভালোই তো। :D আর তোমার?

হঠাৎ হঠাৎ অচেনা কারো প্রশ্ন দেখতে আর সেইটার উত্তর দিতে আমারও খারাপ লাগে না। তবে সমস্যা ঐ এক জায়গাতেই, কার প্রশ্নের উত্তর দিচ্ছি তা আর জানা হয় না। প্রশ্ন করতে থাকুন, আমিও সময় পেলেই উত্তর দিতে থাকবো :)

আমাকে মনে আছে? ঐ যে একজন যার তোমার নামটা পছন্দ। রুদ্র মুহম্মদ শহীদুল্লার ভক্ত বলছিলাম। ঐদিনের উত্তর টা আজ হঠাত আইডি সামনে পরাতে দেখলাম। বলেছিলে পরের বার নাম দস্তখত করে যেতে ধন্যবাদ দিবে বলে। মনে পড়েছে ? :)

হ্যাঁ, মনে পড়বে না কেন? অবশ্যই মনে আছে। কিন্তু আজও নাম দস্তখত করেন নি। কিভাবে ধন্যবাদটা দেই বলুন? নাম ছাড়া বেনামে ধন্যবাদ দিলে পরে সেটা শোভন দেখা যায় না। তাই নাম দস্তখত করে আপনার ধন্যবাদ নিয়ে বাধিত করার অনুরোধ থাকলো :)

Next

Language: English